অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষণ কার্যক্রম ও শিক্ষক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০৮

remove_red_eye

২৫২

মলয় দে :  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর উদ্যেগে ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম ও শিক্ষক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটিতে আয়োজক স্কুল দুটির প্রায় ৭০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ গ্রহন করেন।
দিনব্যাপি কর্মশালায় ঢাকা থেকে আসা ট্রেইনার সাদিয়া পারভিন টোটাল ফিটানেস অনুশীলন ও কার্যকারিতা বিষয়ে প্রশিক্ষন দেন। কর্মশালায় অনুশীলনও কার্যকারিতা - এর মধ্যে মেডিটেশন, ইয়োগা, দম চর্চা, দেহ- মনের যতœায়ন, শিক্ষার্থী জীবনে চ্যালেঞ্জ ও তা মোকাবেলার উপায়, বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে আলোচনা , নৈতিকতা ও শুদ্ধাচার চর্চা ও করসেবাসহ জীবনযাপনের বিজ্ঞানের শিক্ষার্থীদের উপযোগী বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিলো।
 জানা যায়, টোটাল ফিটনেস প্রোগ্রামটি মাধ্যমিকের আওতাধীন প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিক ভাবে অনুশীলন ও পাক্ষিক প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি  প্রমুখ। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন জান্নাতুল ইসলাম। কর্মশালাটি সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।





আরও...