অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


জানুয়ারির দলবদলে রেকর্ড ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে ক্লাবগুলো


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২৫৮

জানুয়ারির দল বদলে রেকর্ড পরিমান অর্থ ব্যয় করেছে বিশ্বের বিভিন্ন ক্লাব। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার রিপোর্ট অনুযায়ী গতমাসে আন্তর্জাতিক দলবদলের উইন্ডোতে ক্লাবগুলো ব্যয় করেছে ১.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। যা শীতকালীন উইন্ডোতে এযাবৎকালে সর্বোচ্চ।
বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো এ বছর অনেক বেশি অর্থ ব্যয় করেছে। যে কারণে আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশী অর্থ ব্যয় হয়েছে এবার। ২০১৮ সালের রেকর্ডের চেয়ে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বেশী ব্যয় হয়েছে গতমাসের উইন্ডেতে। শুধুমাত্র ইংলিশ ক্লাবগুলো খরচ করেছে মোট ব্যয়ের ৫৭.৩ শাতংশ। তারা সর্বমোট ব্যয় করেছে ৮৯৮.৬ মিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে শুধুমাত্র চেলসি আটজন নতুন খেলোয়াড় দলভুক্ত করার বিপরীতে ব্যয় করেছে ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার।
খরচের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরাসি ক্লাবগুলো ব্যয় করেছে ১৩১.৯ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে দলবদলকারী খেলোয়াড় সংখ্যাও ছিল সর্বাধিক। নতুন ক্লাব বেছে নিয়েছে ৪৩৮৭ জন পুরুষ ও ৩৪১জন নারী ফুটবলার।
জানুয়ারিতে নারী ফুটবলের দলবদল ব্যয়ও নতুন রেকর্ডে পৌঁছেছে। ব্যয় হয়েছে ৭লাখ ৭৪ হাজার ৩০০ মর্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮.৭ শতাংশ বেশী।

সূত্র বাসস