অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আজকের শিক্ষিত শিশুরাই হবে আগামীর ভবিষ্যত : উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১:০২

remove_red_eye

২১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : পড়ালেখার পাশাপাশি খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। তাই বেশি বেশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকে। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। মাদকের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা মাদকের ছোবল থেকে রক্ষা পাবে। আজকের শিক্ষিত শিশুরাই হবে আগামীর ভবিষ্যত।
বুধবার (৮ ফেব্রæয়ারি) ভোলা সদর উপজেলা চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন । অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সন্তান স্কুল ফাঁকি দিয়ে কোথাও আড্ডা দিচ্ছে কিনা। নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা এ বিষয়ে অভিভাবকরা নিয়মিত খোঁজ খবর নিবেন। সন্তানকে মানুষের মতো মানুষ করতে অভিভাবকদের মনোযোগী হওয়ারও আহŸান জানান তিনি।
গর্ভনিং কমিটির সভাপতি আলহাজ্ব মনছুর আহমেদ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম শাওন, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন। চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল রহমান রিপনের স্বাগত বক্তব্যে এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরকান আহমেদ, শ্রীবাস চন্দ্র দাস, রাহুল বিশ্বজিৎ, মো. আজাদ হোসেন, মহিউদ্দিন, আরিফুল ইসলাম, মঞ্জুর আলম ও শুভসহ অন্যান্যরা।





আরও...