অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বিরল প্রজাতির শকুন উদ্ধার করলো বনবিভাগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২৩

remove_red_eye

৭৪২





মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় ৪ দিন পানি উন্নয়ন বোর্ডের বেড়ীর পাশে পড়ে থাকার পর বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেড়ীর পাশে পড়ে থাকা অবস্থায় শকুনটি উদ্ধার করে বনবিভাগ। পরে বনবিভাগের কর্মরত বনপ্রহরীরা স্থানীয় রাকিবের কাছে অসুস্থ্য শকুনটি রেখে যান।

স্থানীয় রাকিব জানান, ৪ দিন বেড়ী পাশে অসুস্থ্য শকুনটি পড়ে থাকার পর স্থানীয়রা খবর দিলে বনবিভাগ হরিনটি উদ্ধার করে তার জিম্মায় রেখে যায়। তিনি গ্রাম্য পশু চিকিৎসক দিয়ে অসুস্থ্য শকুনটির চিকিৎসা করান। এখানো শকুটি সুস্থ্য। এছাড়াও শকুনটিকে মৃত মোরগ ও মৃত ভেড়া খাওয়ানো হয়েছে।

উপজেলার পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা মোবারক হোসেন জানান, শকুনটি উদ্ধার করে স্থানীয় রাকিবের কাছে রেখে এসেছি। বাগান সৃজনের কাজে ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারেনি।

উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, শকুন উদ্ধারের খবর শুনেছি। দ্রæত স্থানীয় রাকিবের কাছ থেকে নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।