অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


জয়পুরহাটে রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

২১১

আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করার লক্ষ্য নিয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের হরিপুর এলাকায় আজ  বুধবার  সকাল ১০টায় রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে।  
চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে  আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের হরিপুর মাঠে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  আক্কেলপুর উপজেলা কৃষি অফিস রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম হাতে নিয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন  বর্তমান সরকারের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল করিম, অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মজিবর রহমান, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব প্রমূখ। 
কৃষি বিভাগ জানায়,  ২০২২-২৩ রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর  ইউনিয়নের ৬৭ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করা হবে। হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মাঝে সমবায়ী মনোভাব গড়ে তোলা, স্বল্প সময়ে বোরো চারা রোপণ ও কর্তন করা,  বোরো ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করা, বোরো ফসল চাষে শ্রমিক সাশ্রয় করে উৎপাদন খরচ কমানো ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা।

সূত্র বাসস