অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অটোরিক্সার চাপায় প্রাণ গেলো শিশুর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৩

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় অটোরিক্সার চাপায় মোঃ আশরাফুল ইসলাম সাড়ে ৫ বছর বয়সী নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকালে চরফ্যাসনের রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিপুর গ্রামের মোঃ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে শিশু আশরাফুল ঘরের থেকে বের হয়ে সড়কের পাশের দোকানের চিপস কিনতে যায়। চিপস কিনে সড়ক পারাপার হওয়ায় সময় হঠাৎ একটি দ্রæতগামী অটোরিক্সা তাকে চাপায় দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শশীভূষণ থানার এস আই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





আরও...