অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ব্যবসায়ীর চোখে মরিচ দিয়ে নির্যাতন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

৬৮৪






বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ভেদুরিয়া ফেরিঘাট সড়কে  গাছ ফেলে ব্যরিকেট দিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে পোলট্রি ফিড ব্যবসায়ী মোঃ আবুকে বেদম মারধর করে তার কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে আলমগীর ও তার বাহিনী। এমন কি আবুকে তুলে নিয়ে গিয়ে হাতপা বেঁধে চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে মাটিতে ফেলে রেখে বরর্বরতা চালায়। মৃত ভেবে সটকে পড়ে ছিনতাইকারীরা। পুলিশ মৃতপায় অবস্থায় মোঃ আবুকে উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করে। শুক্রবার এ ঘটনা ঘটে।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, পোলট্রি  ফিড ব্যবসায়ী মোঃ আবু ফেরিঘাট থেকে মাছের ঘেরে আসার সময় পথে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে প্রাইভেটকার থামিয়ে তাকে তুলে নিয়ে বেদম মার ধর করার খবর পেয়ে পুলিশ মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়।  অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছে। পুলিশ আলমগীরের বাড়ি তল্লাশী চালাতে গেলে তাদের উপরও মরিচের গুড়া ছুড়ে মারে মহিলারা। এ অভিযোগে আলমগীরের মা’ আজিমন বেগমকে গ্রেফতার করে পুলিশ। ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক জহিরুল ইসলাম জানান, আলমগীরের বিরুদ্ধে ফেরিঘাট এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্মেও অভিযোগ রয়েছে। পুলিশের হাতে সে কয়েকবার আটক হয়।