অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৪১

remove_red_eye

৮৬৬

তজুমদ্দিন প্রতিনিধি ||পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আয়োজনে, ব্যবস্থাপনায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও ইউএনডিপি’র অর্থায়নে এবং সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ফজিলতুননেছা সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিপিপির লালমোহন উপজেলার সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিপিপি ঢাকার হিসাব রক্ষণ কর্মকর্তা হাসনাইন ইমতিয়াজ শিহাব, বিশেষ অতিথি ছিলেন, ইউএনডিপি’র কমিউনিটি ডেভলপমেন্ট এ্যাসিস্টেন্ট কামরুজ্জামান কিরণ, চাঁদপুর ইউনিয়নের ডেপুটি টিম লিডার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে সিপিপি’র ৩টি ইউনিটের ৪৫জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।