অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

২৫৫

চরফ্যাশন প্রতিনিধি: যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
ভূক্তভোগী নুরনাহার ও আদালতে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে,গত জানুয়ারির ৩ তারিখে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মো.নিরব ও শ্বশুর জান্টু মাঝির বিরুদ্ধে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ না করায় ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি কমপ্লেইন পিটিশন দায়ের করেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগে আরো জানা গেছে, গত জানুয়ারির ১ তারিখে রবিবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. নিরব তার স্ত্রী নুরনাহার (৩৫)কে যৌতুকের ২ লাখ টাকা দেয়ার জন্য চাপ দিলে ভূক্তভোগী নুরনাহার টাকা দিতে অস্বিকার করলে স্বামী নিরব তাকে লাকড়ি দিয়ে এলোপাথারী মারধর ও রক্তাক্ত ফোলা জখম করে। নুরনাহার বেগম বলেন, আমার বিয়ের পর থেকে স্বামী নিরবের দাবীকৃত মাছধরার ট্রলার নির্মানের জন্য ইতিমধ্যে যৌতুক বাবদ চারলাখ টাকা দিয়েছে আমার পরিবার। আরও দুই লাখ টাকার জন্য ওই দিন সকালে আমাকে মারধর করে। পরে খবর পেয়ে আমার স্বজনরা উদ্ধার করে আমাকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এঘটনায় শশিভূষণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতে একটি পিটিশন দায়ের করলে আদালত থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ দেন। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারি বলেন,মামলাটি শিগগিরই রুজু করা হবে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।