বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:১০
৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বিএনপির ১০ দফা দাবির প্রসঙ্গে বলেছেন, বিএনপি অবাস্তব দাবী করে। তাদের অবাস্তব দাবীর কোন মূল্য নেই। আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে আর কখনো তত্ত¡াবধায়ক সরকার হবে না। বর্তমান ক্ষমতাসিন দলের অধিনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত¡াবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নাই। আজ শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা পাকার মাথা বাজারে পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির একটি অত্যাচারী দল উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতার আমলে তারা ভোলার মানুষকে অনেক অত্যাচার ও নির্যাতন করেছে । তা এখনও ভোলার মানুষের মনে রাখার কথা। লালমোহনে বিএনপির অত্যাচারের ভয়ে নারীরা পানির মধ্যে নেমে লুকিয়েছিলো। সেখান থেকে তাদের ধরে এনে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। বিএনপি একটি অত্যাচারী দল।
তিনি বলেন, বর্তমানে ভোলায় আওয়ামী লীগ অনেক সংগঠিত, এ আওয়ামী লীগকে আরো সংসংগঠতি করবেন। আওয়ামী লীগের প্রবীন এ নেতা আরো বলেন, আমাদের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ। এই ব্রিজ হবেই হবে। -ভোলায় পর্যপ্ত গ্যাস রয়েছে।ভোলায়শিল্প কল-কারখানা গড়ে তোলা হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন। তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আমাদের এই সময় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে বাংলাদেশে তা ইতিহাসে বিরল। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে এখন সম্মানের চোখে দেখে। এখন কেউ তলা বিহীন ঝুড়ি বলতে পারে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, এই বছরের শেষে নির্বাচন। সকলের ঐক্যবদ্ধভাবে গ্রামের গঞ্জে আওয়ামী লীগকে দূর্গ হিসেবে চিহ্নিত করে এবং আওয়ামী লীগের দূর্গে পরিনত করার জন্য আহ্বান জানান।
এছাড়াও তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলার পরানগঞ্জ, জংশন, রাজাপুরসহ বিভিন্ন আওয়ামী লীগের আয়োজনে এলাকায় পথসভা করেন ও পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন । এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে গনহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
ভোলায় গণহত্যা দিবসে আলোচনা সভা
ভোলায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়নে কর্মীসভা
ভোলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের বাজার মনিটরিং
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ : এমপি জ্যাকব
ভোলায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া সময়ের দাবী:এমপি শাওন
বোরহানউদ্দিনে গণহত্যা দিবস পালিত
বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের
বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় : তথ্যমন্ত্রী
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত