অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আল নাসরের হয়ে রোনাল্ডোর প্রথম গোল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

২৬১

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম গোল করেছেন  ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্টপেজ টাইমে তার পেনাল্টির গোলে শুক্রবার আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
রোববার ৩৮ বছর পা রাখতে যাওয়া পর্তুগীজ এই সুপারস্টার ৯৩ মিনিটে স্পট কিক থেকে আল নাসরের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে রিয়াদের ক্লাবটি সৌদি প্রো লিগে আল শাবাবের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। যদিও রোনাল্ডোর দলের হাতে এক ম্যাচ বাকি রয়েছে।
সৌদি আরবে আসার পর তৃতীয় ম্যাচে এসে রোনাল্ডো গোলের দেখা পেলেন। এর আগে লিগে ইত্তিফাক ও গত সপ্তাহে সুপার কাপে আল ইত্তিহাদের বিপক্ষে গোল করতে পারেননি রোনাল্ডো। আল নাসরের হয়ে অভিষেক হবার একদিন আগে পিএসজির বিরুদ্ধে সৌদিও সমন্বিত একটি দলের হয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন রোনাল্ডো। ম্যাচটিতে লিওনেল মেসির পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনাল্ডোদের দলটি।
আন্তর্জাতিক ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো বিশ^কাপের পর ৪০০ মিলিয়ন ইউরো লোভনীয় চুক্তির বিনিময়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন। একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ২০৩০ বিশ^কাপ আয়োজনের যৌথ বিডে অংশ নেবার আশা করছে সৌদি আরব। এ কারনেই তাদের লিগগুলোকে একটু চাঙ্গা করার লক্ষ্যে রোনাল্ডোদের মত খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। একই সাথে সৌদি ফুটবলের উন্নতিতেও রোনাল্ডোর মত খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।

সূত্র বাসস