অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা একজন আর্দশবান ভালো মানুষ ছিলেন: তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৪২

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী , ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন , জন্মিলেই মৃত্যু অনিবার্জ। সবাইকে চলে যেতে হবে। শুক্রবার সকাল ১১টায়  ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলাস্কুল) মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জানাজার আগে বক্তব্যে তোফায়েল আহমেদ আরো বলেন, গোলাম মোস্তফা একজন চমৎকার ভালো মানুষ ছিলেন। তিনি র্দীঘ দিন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। এ সময় গোলাম মোস্তফার আতœার শান্তিকামনা করে তার জন্য জান্নাত কামনা করেন। এর আগে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার প্রতি সম্মান জানানো হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  
এ সময় জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল,  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের  কমান্ডার দোস্ত মাহামুদ,  ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,  ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ অহিদুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু পিপিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২য় মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।





আরও...