অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জমি বিরোধে নিয়ে হামলা মারধর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩৯

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির জয়নাল আবেদীন নফু হাওলাদারের ছেলে হেলাল উদ্দিন নয়ন ও আখি হাওলাদারের মধ্যে জমি ভোগ দখল নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পিতিবার সকাল সাড়ে ১১টায় হেলাল উদ্দিন নয়ন ও তার ছেলে তামিম আখি হাওলাদারের জমিতে এসে গাছ কাটা শুরু করে। এসময় গাছ কাটতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন ও তামিম আখি হাওলাদারকে পিটিয়ে আহত করে খালে ফেলে দেয়। এসময় স্থানীয়রা আহত আখিকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধিন আহত আখি হাওলাদার অভিযোগ করে বলেন, আমি আমার চাচা সেলিম হাওলাদার থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। আমার ক্রয় করা জমিতে গেলে আমার ভাই নয়ন মেলেটারি ও তার ছেলে তামিম, রিফাত, আমার ভাবি শিরানা বেগম সহ আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে পাশে থাকা খালের মধ্যে ফেলে দেয়, এতে আমার হাত ভেঙে যায় এবং বুকে আগাত লাগে। বর্তমানে আমি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছি।
হামলাকারী হেলাল উদ্দিন নয়ন মেলেটারির কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমি আমি আমার ফুফুর কাছ থেকে ক্রয় করেছি, সে আমার ছোট ভাই। এটা আমাদের নিজেদের পারিবারিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করে নিবো।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় আঁখি হাওলাদার বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন। যার নম্বর ৩/২৩। তদন্ত সাপেক্ষে মামলার আসামী ধরার চেষ্টা চলছেও বলে জানান তিনি।