অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩১

remove_red_eye

২২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা(৭৮) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃহস্পতিবার রাতে সাড়ে ৮ টায় বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২য় মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১১ টায় ভোলা বাংলাস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও আওয়ামীলগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকি বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু।





আরও...