অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৪ দিনে সফরে তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২৫

remove_red_eye

২৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দলীয় কর্মসূচি পালনে ৪ দিনের সফরে এসেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাতে ঢাকা থেকে সড়ক পথে তিনি ভোলায় পৌঁছান। বৃহস্পতিবার স্বাধীনতা জাদুঘর পরিদর্শণসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠক করেন। পরে কোড়ালিয়ার গ্রামের বাড়িতে বাবা ও মায়ের কবর জিয়ারতসহ স্বজনদের সঙ্গে সময় কাটান। ৪ দিনের সফরকালে তিনি কয়েকটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পরিদর্শণ করবেন । বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে বাংলাবাজার ও কোড়ালিয়া বাড়িতে ভীড় জমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্তমাহামুদ, ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুল ইসলাম নকিব, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ অপু’র নেতৃত্বে প্রিন্ট ও টিভি চ্যানেলের সাংবাদিকরা তোফায়েল আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।





আরও...