অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন সফিকুল ইসলাম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৪১৩

মলয় দে: ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।
বুধবার ১ ফেব্রæয়ারী সকাল ৮টায় এই দায়িত্ব ভার গ্রহন করেন তিনি। এর আগে  ২০১৯ সালের ২৪শে জুলাই  দেলোয়ার হোসেন রাঢী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করে ২০২৩ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত স্কুলের দায়িত্ব পালন করেন।
জানা যায়, গত মাসের ৩১ তারিখ  সন্ধ্যায় মাউশি থেকে তার বদলীর আদেশ জারী করা হয়।তার বদলীর কারনে পদাধীকার বলে দিবা শিফটের  সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহন করেন।

আরো জানা যায়,সদ্য বদলী হওয়া  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রাঢী অনেকটা তরিঘরি করেই বিদায় নেয় স্কুল থেকে। তার দায়িত্বকাল থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্কুলের  বিভিন্ন ফান্ডের  ও অনান্য হিসাব এবং  ডকুমেন্টস না বুঝিয়ে দিয়ে চলে যায়। এভাবে চলে যাওয়ার বিষটি অস্বাভাবিক ও অনিয়মের ইঙ্গিত প্রকাশ করে বলে মনে করছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির  একজন শিক্ষক জানায়,দেলোয়ার স্যার যাওয়ার পূর্ব মুহূর্তে  আর্টিকেল ৪৭ ফরমটি পূরন করে এবং সেই সাথে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে রেখে যায়।সেখানে তিনি ৫কর্ম দিবসের মধ্যে সকল হিসাব ও ডকুমেন্টস বুঝিয়ে দিয়ে যাবার বিষয়টি উল্লেখ করেন।

এদিকে সফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় স্কুলের সকল  শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী সহ অনেক অভিভাবক সন্তোষ প্রকাশ করেছে। স্বনামধন্য এই স্কুলটির যে সুনাম অতীতে ছিলো সেই সুনাম সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে  তারা সকলে আশাবাদ ব্যক্ত করেন।সকল শিক্ষার্থীদের মধ্যেও অনেক উৎসাহ ও উদ্দীপনা দৃশ্যমান ছিলো।
উল্লেখ্য যে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ২০১১ সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত  ২ মাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলে।





আরও...