অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার ইলিশা থেকে ১৬ মন জাটকা জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৪৩

remove_red_eye

৮১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক|| ভোলার ইলিশা ফেরিঘাটে ৬৪০ কেজি জাটকাসহ দুই ব্যাবসায়ীকে আটক করছে নৌ পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় ঢাকাগামী নুহান পরিবহন থেকেজব্দ করা হয়।
আটককৃত মোঃ ইউছুফ হোসেন (৩৫) ও মোঃ আব্দুল হাই (৪০) ভোলা সদর উপজেলার বাসিন্দা।
ইলিশা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন পাল জানান গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা জংশন ফেরিঘাট থেকে নুহান পরিবহন নামে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬৪০ কেজি জাটকা ইলিশ মাছ ও মাছের দুই মালিককে আটক করা হয়। তিনি আরো জানান, ট্রাকে আরো ইলিশ মাছ ছিলো। তবে তা জাটকা ইলিশ না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন জানান, জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের দুই মালিককে জরিমানা করা হয়। তিনি আরো জানান, বাকি ইলিশ মাছ জাটকা না হওয়ায় তা ছেড়ে দেওয়া হয়েছে।