অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ফাতেমা খানম কলেজসহ ৪০ কলেজে ক্লাস শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

২৭১


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বেসরকারি পর্যায়ের সেরা বিদ্যাপীঠ ফাতেমা খানম ডিগ্রি কলেজসহ জেলার ৪০টি কলেজে ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেনির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ চত্বরকে সাজানো হয়েছে। ভোলা সরকারি কলেজ, নাজিউর রহমান কলেজ, ওবায়দুল হক কলেজ, ব্যংকেরহাট কলেজ, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ, ইলিশা মডেল কলেজ, আলতাজের রহমান কলেজ, আবি আব্দুল্লাহ কলেজ, দৌলতখান আলী আশ্ররাফ কলেজ, হালিমা খাতুন মহিলা কলেজ,  বোরহানউদ্দিন আব্দুর জব্বার কলেজ, লালমোহন মহিলা কলেজ, নুরন্নবী চৌধুরী শাওন কলেজ, চরফ্যাশন কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, ফাতেমা মতিন কলেজ, মনপুরার আব্দুল্লাহ আল ইসলাম কলেজসহ জেলার ৪০টি কলেজেই ছিল বিশেষ আয়োজন। প্রথম বর্ষেও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি ক্যাম্পাস।  বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অডিটরিয়ামে সকালে ৭শ শিক্ষার্থীকে বরণ করা হয় ফুল দিয়ে। পরে এদের হাতে কলম ও ক্লাস রুটিণ তুলে দেন অধ্যক্ষসহ কলেজ গভর্নিং বডির সদস্যরা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। তিনটি উপজেলার মিলন স্থলে ১৯৯৭ সালে  মায়ের নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী  তোফায়েল আহমেদ। ক্লাস শুরুর আগে রাজনীতি মুক্ত এই কলেজের  নিয়মকানুন বিষয় তুলে ধরে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ দিঘলদী আওয়ামী লীগ সম্পাদক মোঃ কামাল হোসেন,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, শিক্ষার্থীদের অভিভাবক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন, প্রভাষক ধ্রæব হাওলাদার। পরে শিল্পী ও শিক্ষক রেহানা ফেরদৌস কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। এর পরেই ভাষার মাস হিসেবে প্রথমে বাংলা বিষয়টি দিয়ে প্রথম ক্লাস শুরু করা হয়। অপরদিকে ভোলা সরকারি কলেজের দুই গ্রæপ শিক্ষার্থী সংঘাতে জড়িয়ে পড়ে। শহরের উকিলপাড়া এলাকায় কপিয়ে জখম করা হয় ৬ শিক্ষার্থীকে।





আরও...