অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মধ্যরাতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর বোমা হামলা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

২১৮

মোঃ মামুন ,বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার রাত  ১২ টার পর বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় এ বিস্ফারণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে একং ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায়  বুধবার ভোরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না ও পুলিশ  জানান, মঙ্গলবার রাতে বর্ধিত সভা শেষে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। এ সময় পৌর ৪নং ওয়র্ডের রানিগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রাষ্ট্র বিরোধী কথা বললে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। ধাওয়া পাল্টার এক পর্যায়ে  বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে পরপর ৫টি হাত বোমা ককটেল  নিক্ষেপ করে। এর মধ্যে ৩টি বিস্ফোরণ হলেও দুটি বোমা অবিস্ফিত থেকে যায়।  কিন্তু এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে থানায় বিএনপির ১৩ জনকে আসামী করে  মামলা করা হয়েছে। আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা  হচ্ছেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খান, সাংগঠনিক সম্পাক নাসিম কাজী, উপজেলা যুবদলে আহবায়ক সিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খান, পৌর যুবদলের আহবায়ক আবু জাফর মৃধা, উপজেলা ছাত্রদল সভাপতি দানিস চৌধুরী।  অপর দিকে বোরহানউদ্দিন বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খান  সাংবাদিকদের কাছে দাবী করেন, এ ঘটনাা সাথে তারা জড়িত নয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিঞা জানান, তারা খবর পেয়ে  ঘটনাস্থল থেকে দুটি তাজা হাত বোমা উদ্ধার করেন । এ ঘটনায় পক্ষীয় ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি হৃদয় বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১ তারিখ ১.২.২৩।  তবে এখনো কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।