অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার ধনিয়ার তুলাতুলি আধুনিক বাজারের নির্মান কাজের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫১

remove_red_eye

২৬৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহনম‚লক স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বুধবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজারকে আধুনিক করে নির্মান কাজের উদ্বোধন করা হয়।  গতকাল ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে নির্মান কাজের উদ্বোধন করেন।

 জিজেইউএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংস্থার কর্মস‚চি পরিচালক হুমায়ুন কবীর, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক কবীর। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন (জিজেইউএস)এর সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু।
প্রায় দুই কেটি টাকা ব্যায়ে নির্মান করা হবে আধুনিক বাজারটি। বাজারটিতে যা থাকবে,  হাত ধোয়ার স্থান, আরসিসি রাস্তা, পয়ঃনিষ্কাসন ব্যাবস্থা ড্রেন, বর্জ ব্যাবস্থাপনা সেড, টোল সেড, ফুটপাত, গভীর নলকুপ স্থাপন ও ওয়াশ বøক নির্মান।
উদ্বোধন প‚র্বে জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বাজার ব্যবসায়ী , ও  স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে বাজারের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন।





আরও...