অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ রাত ১০:২৫

remove_red_eye

২৮৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৪ তম বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের ক্যাম্পাসে চলে শিক্ষার্থীদের এই সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজো সত্য সুন্দরো... এই রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর শিক্ষার্থীরা নাচ,গান, আবৃত্তি ও অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে তুলে। দিন ব্যাপী না অনুষ্ঠান শেষে বিকালে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সালাউদ্দিন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের  সাবেক ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, ভোলার দৌলতখান  আবু আবদুল্লাহ সরকারি কলেজের প্রভাষক আসমা আক্তার সাথী,  সিনিয়র শিক্ষক শাহানাজ পারভীন, মো: শাজাহান, ইসমাইল হোসেন শিকদার,বিশিষ্ট সঙ্গীত শিল্পী উত্তম ঘোষসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক শারমিন জাহান শ্যামলী ও জান্নাতুল ফেরদৌস ইতি।
 উল্লেখ্য, ভোলার সেরা বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে দুই দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক  উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী।





আরও...