অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চট্রোগ্রাম সিটি কর্পোরেসনের প্রকল্প পরিচালকের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ভোলায় এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:২৫

remove_red_eye

২৯৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রোগ্রাম সিটি কর্পোরেসনের প্রকল্প পরিচালক  মো: গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে  ভোলায় মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা এলজিইইডর আয়োজনে নির্বাহী প্রকৌশলী দপ্তরের সামনে এই মানববন্ধন  করা হয়। প্রায় ঘটনা ব্যাপী এই মানববন্ধনে ভোলা এলজিইডির কর্মকর্তা কর্মচারীগন অংশ নেন।
 ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি প্রকৌশলী মো: বিল্লাল হোসেন,সদর উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপসহকারি প্রকৌশলী  মো: আমিনুল ইসলাম, মো: সাইফুল,হিসাব রক্ষক মো: সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী মো: মজিবর রহমান,ল্যাব  টেকনিশিয়ান হাফেজ আহম্মেদ , মেকানিক্যাল ফোরম্যান  মো: নাজমুল হকসহ অন্যান্যরা। এ সময়  ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ ইব্রাহীম খলীল বলেন,চট্রোগ্রাম সিটি কর্পোরেসনের প্রকল্প পরিচালক  মো: গোলাম ইয়াজদানীর উপর ঠিকাদার কর্তৃক যে ন্যাক্কারজনক হামলা হয়ে তার জন্য মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে  দ্রæত সকল অপরাধীদের গ্রেফতারসহ শাস্তির দাবী জানাচ্ছি ও তাদের নিরাপত্তার দাবী জানান।





আরও...