অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ব্যাটারীচালিত হুইল চেয়ার পেয়ে কলেজে পড়া নিশ্চিত হলো প্রতিবন্ধী মাকসুদের


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

২৪৩

আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ারের চাবি তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ শারীরিক প্রতিবন্ধী কলেজ শিক্ষার্থী মাকসুদুর রহমান (২৩)। স্বাভাবিকভাবেই তিনি জন্মগ্রহন করেন। ১০ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠেন অন্যান্য শিশুদের মতোই। কিন্তু ১০ বছর বয়সে তাঁর পায়ের ডুসেন মাসকুলার ডিস্ট্রোফি (ডিএমডি) রোগ ধরা পরে। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোনো প্রতিকার মেলেনি। তিনি হাটতে পারেন না। কিন্তু তার আদম্য ইচ্ছা শক্তির কারনে সে থেমে থাকেনি । নানা প্রতিবন্ধকতা জয় করে ভোলায়  সদর উপজেলার শিবপুর ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর পুত্র মাকসুদ লেখাপড়া চালিয়ে যায়। এমনকি স্কুল জীবন শেষ করে উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হন সে। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজের ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। কিন্তু কলেজ থেকে তাঁর বাড়ির দূরুত্ব বেশী হওয়ায়  আশা-যাওয়া করতে খুবই কঠিন হয়ে পড়ে। দীর্ঘ কয়েক বছর এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই লেখাপড়া চালিয়ে যায় সে। মাকসুদুর রহমান বলেন, ছোট বেলায় তাঁর পায়ে সমস্যা দেখা দিলে অনেক যায়গায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই তার এ সমস্যা দুর হয়নি। খুব অল্প সময়ের ব্যবধানে তার দুইটি পাই বিকল হয়ে যায়। এর পর থেকে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে সে লেখাপড়া চালিয়ে যান। বর্তমানে তিনি অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়ন করছেন। এতো দিন সে অন্য একজনের সহায়তায় কলেজের আসা যাওয়া করতেন। মাঝে মাঝে কাউকে না পেলে কলেজে আসতে পারতো না। তাই তিনি জেলা প্রশাসকের নিকট ব্যাটারীচালিত একটি হুইল চেয়ারের আবেদন করেন। তার প্রেক্ষিতে জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের তহবিল থেকে একটি ব্যাটারীচালিত হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।  রবিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী আনুষ্ঠানিকভাবে মাকসুদুর রহমানের হাতে ব্যাটারীচালিত হুইল চেয়ারের চাবি তুলে দেন। এ সময় ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তামিম আল ইয়ামীন,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব রায় অপুসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক  মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, গত কয়েক মাস আগে মো. মাকসুদুর রহমান কলেজ আসা-যাওয়ার জন্য তাঁর কাছে একটি ব্যাটারীচালিত হুইল চেয়ারের আবেদন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের তহবিল থেকে তার জন্য এ হুইল চেয়ারটির ব্যবস্থা করা হয়। এ হুইল চেয়ারটি মাকসুদুর রহমানের কলেজে আসা-যাওয়াসহ চলাচলের জন্য সহায়ক হবে বলে আশা করেন তিনি। নতুন এ হুইল চেয়ার পেয়ে মাকসুদুর রহমান জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞা জানান।





আরও...