অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্ঠ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৬

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি এই প্রতিপাদ্য নিয়ে  ভোলায় নানা আযোজনের মধ্য দিয়ে কুষ্ঠ দিবস পালিত হয়েছে। ভোলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ভোলা হীড বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে রবিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফাহমিদ খান শাকিবের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, হীড বাংলাদেশের ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মারিও মুক্তি মন্ডল। এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্সিং মিডওয়াইকারী কলেজ মোঃ আফজাল হোসেন, পাবলিক হেলথ নার্স মোসাম্মদ বিবি আসমা প্রমূখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, নার্স, সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।





আরও...