অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


প্রথম গ্র্যান্ড স্ল্যাম অষ্ট্রেলিয়ান ওপেন জয় করলেন সাবালেঙ্কা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩১৪

অ্যাস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের জয় করেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। শনিবার রড লোভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে উম্বলডন জয়ী কাজাকাস্থানের এলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জয় করে প্রথম গ্র্যান্ড স্ল্যাম  জিতলেন তিনি। 
২ ঘন্টা ২৮ মিনিট স্থায়ী  তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন  ম্যাচ শেষে  ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন ২৪ বছর বয়সি এই বেলারুশ সুন্দরী। জয়ের পর মস্কোয় জন্মগ্রহন করা প্রতিপক্ষ রিবাকিনার সঙ্গে  আলিঙ্গনকালে  চোখের জল মুছতে থাকেন সাবালেঙ্কা। 
পরে ট্রফি গ্রহনের পর নিজ সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ ধন্যবাদ সহকর্মীবৃন্দ। সফরের সবচেয়ে পাগল একটি দল। যে দলটিকে অনেক চরাই উতরাই পার করতে হয়েছে।’ ২২তম বাছাই রিবাকিনাকে হারিয়ে শিরোপা জয় করা পঞ্চম বছাই এই নারী তারকা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন,‘ আপনি দুর্দান্ত খেলোয়াড়দের একজন, আমাদের অবশ্যই আরো অনেক লড়াই হবে। আশা করছি সেগুলো হবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে।’
 এটি নিজের খেলা ম্যাচগুলোর মধ্যে সেরা ম্যাচ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেলারুশের এই টেনিস তারকা বলেন,‘ আমি বলব এটাই ছিল। তিনি (রিবাকিনা) অবিশ্বাস্য টেনিস খেলেছেন। জয়ের জন্য আমাকে কঠিন লড়াই করতে হয়েছে। এটি ছিল দুর্দান্ত এক টেনিস (ম্যাচ), এই লড়াই আমি দারুনভাবে উপভোগ করেছি।’
প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের মাধ্যমে সাবালেঙ্কা পোল্যান্ডের ইগা সুইয়াটেককে পেছনে রেখে পৌঁছে যাবেন বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে। 
মেলবোর্ন পার্কে দুই সপ্তাহের এই টেনিস যুদ্ধে জয়ী হবার পর সাবালেঙ্কা অস্ট্রেলিয়র টেলিভিশন চ্যানেল নাইনকে বলেন,‘ যা ঘটেছে সেটি অনুধাবন করতে আমার আরো কয়েকদিন সময় লাগবে। ওহ আমার সৃস্টিকর্তা, সত্যিকারার্থে আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

সূত্র বাসস