অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মাসুদ জমিনে মুক্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৩ রাত ১০:২৪

remove_red_eye

৫১২



এইচ আর সুমন :  ছাত্রদলের ভোলা জেলা শাখার সাবেক সাধারণ স¤পাদক ও ভোলা জেলা যুবনেতা মিজানুর রহমান মাসুদ র্দীঘ প্রায় ২ মাস পর আদালতে জামিন পেয়ে  ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকালে মুক্ত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম স¤পাদক কাজী মোক্তার হোসেন জানান, গত ৭ই  ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন থেকে মিজানুর রহমান মাসুদকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানা ও রমনা থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি  দায়ের করা হয়। বৃহস্পতিবার সিএমএম আদালতে সর্বশেষ মামলার জামিন পেলে শুক্রবার ৫১ দিন পর কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকালে মুক্তি পান। তার আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট নিহার হোসেন ফাুরুক, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।





আরও...