অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোট অলরেডি হয়েই আছে’ কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ০৯:৫৭

remove_red_eye

৮৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। কুয়েত মৈত্রী হলে ভোটের আগের রাতেই ব্যালট বাক্সে সিল মারা অবস্থায় উদ্ধার করে ছাত্রীরা। শত শত ব্যালট হাতে বেরিয়ে আসেন ছাত্রীরা। তাদের অভিযোগের সত্যতা প্রমানিত হলে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করে দেন। তারা বেশ কিছু ব্যালট পেপার দেখিয়ে বলেন, ‘ভোটতো অলরেডি হয়েই আছে।’

সুষ্ঠু নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগের দাবিতে কুয়েত মৈত্রী হলের সামনে মেয়েরা অবস্থান নিয়েছেন। প্রো ভিসি ড. মু. সামাদের গাড়ি অবরোধ করে রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রোভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন তারা।