অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

২৪৩

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০ এবং অন্যান্য বিভাগে ১৮ জন রোগী ভর্তি রয়েছে ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫০ এবং ঢাকার বাইরে ২৭৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬ জন মারা গেছে। 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬৯ জন। এর মধ্যে ঢাকায় ২১৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৫২ জন।

সূত্র বাসস





আরও...