অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সুপার কাপ আয়োজনের স্বত্ব হারালো রাশিয়ান শহর কাজান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

২৮১

আগস্টে নতুন ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ সুপার কাপ আয়োজনে রাশিয়ান শহর কাজানকে দায়িত্ব দেয়া হলেও তা বাতিল করেছে উয়েফা। ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের কারনে উয়েফা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
২০১৮ বিশ^কাপের স্বাগতিক শহর ছিল কাজান। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ীদের মাঝে মৌসুম শুরুর এই ম্যাচটি এই শহরেই অনুষ্ঠিত হবার কথা ছিল। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য  ম্যাচটির নতুন ভেন্যু হিসেবে এথেন্সের জর্জিয়াস কারাইসকাকিস স্টেডিয়ামের নাম ঘোষনা করা হয়েছে। ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষনা দেয়া হয়।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর থেকে রাশিয়ান জাতীয় দল উয়েফা ও ফিফার সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ আছে। আন্তর্জাতি অলিম্পিক কমিটিও বিভিন্ন ক্রীড়ার সর্বোচ্চ সংস্থাকে নির্দেশ দিয়েছে রাশিয়াকে যেন কোন ম্যাচ বা টুর্নামেন্টের স্বাগতিক করা না হয়।

সূত্র বাসস