অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নরসিংদীতে শেখ কামাল আন্তঃস্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

২৫০

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’  নরসিংদী সদর উপজেলা পর্যায় আজ শেষ হয়েছে।  উপজেলা  পরিষদের  ব্যবস্থাপনায় নরসিংদী সদরের  পাঁচদোনায় স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। বালক-বালিকা  বিভাগে  আলাদাভাবে ১০০ মিটার,২০০মিটার, ৪০০মিটার, ৮০০মিটার ও ১৫০০ মিটার দৌঁড়  হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ ও রিলে দৌঁড়সহ ৩২টি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। 
প্রতিযোগিতা শেষে  পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া। 
এসময় অন্যান্যের মধ্যে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র বাসস