অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ রাত ১১:১১

remove_red_eye

২৬০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে উদ্বৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বর্হিভূত সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার গৃহীত এ কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার মো. জাফর হোসেন। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ, মনিটরিং অফিসার সমরেন্দু বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরশাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাকদের উদ্দেশ্যে বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি যে পাঠাভ্যাস বাড়ানোর উদ্যোগ নিয়েছে এটি ভালো কাজ। আমরা যদি সন্তানদের সঠিক ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে এই বইগুলো পড়তে হবে। নিজেকে প্রস্তুত করার প্রধান মাধ্যম হলো বই। তাই প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের এই বইগুলো পড়তে উৎসাহ দিবেন। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে আমরা পাব আলোকিত প্রজন্ম।





আরও...