অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সিরি-এ’তে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন নাপোলির কোচ স্পালেত্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৭৮

ইতালীর শীর্ষ ফুটবল সিরি এ’ লিগে সর্বোচ্চ  ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ২০২২/২৩ মৌসুমে সিরি এ’ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির দুর্দান্ত পারফর্মেন্সের নেপথ্যে মুল কারিগর হলেন স্পালেত্তি। 
৬৩ বছর বয়সি এই কোচ চলতি বছর ক্লাবটিকে যেন  গোল স্কোরিং মেশিনে পরিণত করেছেন। সেই সঙ্গে সপ্তাহ শেষে সিরি এ’ লিগের সর্বাধিক ম্যাচ জয়ী কোচের জায়গাটিও দখলে নিয়েছেন।
পেশাদার খেলোয়াড় হিসেবে দীর্ঘ এক যুগ কাটানোর পর ১৯৯৩ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্পালেত্তি। শুরুতে তিনি কাজ শুরু করেন সিরি সি’ দল এম্পলির হয়ে। ক্লাবটিকে প্রথমে সিরি বি’ এবং পরে সিরি এ’ লিগে পৌঁছে দেন তিনি। ২০০৪/২০০৫ মৌসুমে ইতালীর শীর্ষ আসর সিরি এ’ লিগের পয়েন্ট টেবিলের মধ্যভাগে থাকা উদিনেসের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রথমবারের মতো পৌঁছে দেন ইউরোপের  সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন্স লিগে। 
এর মাধ্যমেই মূলত  ইতালীর বড় ক্লাবগুলোর নজরে পড়ে যায় তার কাজের দক্ষতা। এএস রোমাতে চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় দুইবার ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা ইতালীয়া ট্রফি। এরপর দেশের বাইরে পাড়ি জমান স্পালেত্তি। সেন্ট পিটার্সবার্গে এফসি জেনিথের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে দুইবার রাশিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন স্পালেত্তি।
২০১৬ সালে তিনি ফের ইতালীতে ফিরে আসেন।  প্রথমে দায়িত্ব নেন এএস রোমার। জয় করেন স্কুদেত্তো। পরে ইন্টার মিলানে যোগ দিয়ে ক্লাবটিকে দীর্ঘ ছয় বছর পর ফিরিয়ে আনেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। 
২০২১ সাল থেকে নাপোলির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন স্পালেত্তি। নিজের সৃস্টিশীল আক্রমনাত্মক মানষিকতায় গড়ে তোলেন ক্লাবটিকে। ৪-২-৩-১ অথবা ৪-৩-৩ হচ্ছে তার প্রিয় ফর্মেট।

সূত্র বাসস