অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন ও সমাবেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২৭

remove_red_eye

১০৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রবিবার সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস) চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে কেএনএইচ এর সহায়তায় বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে নির্যাতন , সহিংসতা বন্ধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী অংশগ্রহণ করেন।

 

সমাবেশ ও আলোচনায় সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী সাবেক সংসদ সদস্য এডভোকেট মমতাজ বেগম , মূল আলোচক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী মিঃ আগষ্টিন বৈরাগী, ওবায়দুল হক মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক মোসাঃ জিনাত রেহানা, মহিলা পরিষদেও সভাপতি হোসনে আরা চিনু, মহিলা পরিষদের অর্থ সম্পাদক মোসাঃ লায়লা আরজুমান ভানু প্রমুখ। সমাজে নারী ও মেয়ে সহিংসতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্রতিকারের উপায় সমুহ তুলে ধরা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রকল্প কমিউনিটি ফেসিলিটেটর মিসেস রুবি আক্তার