অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৩৩৮

মলয় দে:  ভোলায় জেলা পুলিশের আয়োজনে শুরু হলো ভোলা জেলা ক্রিকেট প্রিমিয়ার লীগ। 
গতকাল শনিবার বিকেলে পুলিশ লাইন মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা একজন মানুষকে শারীরিক ও মানসিক দিক থেকে ফিট রাখে।পুলিশ সদস্যদের শারীরিক ভাবে ফিট রাখার জন্যই আমাদের এই আয়োজন। কিছুদিন আগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।তারই ধারাবাহিকতা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।পরবর্তী সময়ে অন্যান্য আরো খেলা আয়োজন করা হবে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, ডি আই ও-১ খায়রুল আলম,ওসি ডিবি এনায়েত হোসেন প্রমুখ।
জানা যায়, লীগটিতে ২টি গ্রুপে বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করছে।প্রতিটি দলে ৭জন পুলিশ সদস্য ও ৪ জন বহিরাগত খেলোয়ার অংশগ্রহন করতে পারবে।
আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সাউথার্ন পাইরেটস বনাম রয়েল আইল্যান্ডার।টসে হেরে ব্যাট করতে নেমে রয়েল আইল্যান্ডার ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করে।জবাবে সাউথার্ন পাইরেটস নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান করতে সক্ষম হয়।এতে করে ৫৭ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রয়েল আইল্যান্ডার।
 ম্যাচটিতে অসাধারন ব্যাটিং ও ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা খেলোয়ার হয়েছেন আকিব সর্দার।

 





আরও...