অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৪০

remove_red_eye

৩০৫



 এম ছিদ্দিকুল্লাহ : ভোলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 'শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানিয়ারি) সকালে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। বিকালে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে প্রতিযোগীতার সমাপ্তি হয়। সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা বিজয়ীদরর মধ্যে পুরস্কার বিতরণ করেন।সদর উপজেলার  আঃ মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগীতার আয়োজন করে। এতে ইউনিয়নের  ৩টি স্কুল ও ২ টি মাদ্রাসার ৯৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করে।দৌড়, সটপুট, ডিসকাস, লং  ও  হাই জাম্পসহ ৩২ টি ইভেন্টে ছেলে ও মেয়েরা এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক,

প্রতিনিধি ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

 





আরও...