বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:২৮
৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: নির্মাণের সাড়ে তিন বছর পর অবশেষে উদ্বোধন হচ্ছে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭তলা বিশিষ্ট এ হাসপাতালটি উদ্বোধন করবেন। এ সময় ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ যুমের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন । ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ হাসপাতালটির উদ্বোধনের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। এদিকে হাসপাতালে অত্যাধুনিক ভবন চালু হওয়ার খবরে ভোলার মানুষের মাঝে স্বস্তি প্রকাশ করে সরকার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হাসপাতাল ও সংশ্লিস্ট সূত্র জানায়, দ্বীপজেলা ভোলার ২০ লক্ষাধিক মানুষের আধুনিক চিকিৎসা সেবার জন্য ২০১৩ সালের মে মাসে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে আনুষ্ঠানিকভাবে ভোলা জেনারেল হাসপাতালের দৃষ্টিনন্দন ও আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট সাত তলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়। ভবনটি নির্মানে ২০২০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই ২০১৯ সালের জুলাই মাসে ভবনটি স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। কিন্তু আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম চালু না হওয়ায় প্রায় অকেজো অবস্থায় পড়ে ছিলো ভবনটি। এই ভবনে লিফট সুবিধাসহ আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, অপারেশন থিয়েটার, আইসিইউ থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা রয়েছে। অত্যাধুনিক এসকল যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় একদিকে যেমন নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার হাসপাতালের জন্য সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসারসহ মোট ৫৮টি পদ থাকলেও তত্ত¡াবধায়কসহ কর্মরত রয়েছে মাত্র ২৬জন চিকিৎসক, বাকী ৩২টি পদই খালি। নার্সের ৮৯টি পদ থাকলেও কর্মরত আছে ৫৭জন। তৃতীয় শ্রেণির ৬২টি পদের মধ্যে ৪০টি পদই খালি এবং চতুর্থ শ্রেণির ৬০টি পদের বিপরীতে কর্মরত আছে ৪৪জন। জনবল সংকটের পাশাপাশি নতুন সাত তলা এ ভবনটির জন্য নতুন করে কোনো আসভাবপত্র বরাদ্দ হয়নি। প্রায় প্রতি মাসেই ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জনবল সংকটের বিষয়টি জানানো হলেও তা এখনো পাওয়া যায়নি। তাই পূর্বের ১০০ শয্যার আসভাবপত্র ও জনবল দিয়েই এটি চালু করা হচ্ছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম গনমাধ্যমের কাছে বলেন, ২৫০ শয্যার নতুন ভবনের জন্য জনবল ও আসভাবপত্রের বিষয়টি প্রায় প্রতি মাসেই ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়ে থাকে। কিন্তু এখনো সেই সংকট কাটেনি। সারা দেশেই জনবল সংকট রয়েছে। এছাড়াও ভোলার এ হাসপাতালটিতে প্রতিদিন গড়ে চার’শ অধিক রোগী ভর্তি থাকে। আউটডোরে ১২ থেকে ১৪’শ রোগী চিকিৎসা নিয়ে থাকে। কিন্তু এতো কম সংখ্যক চিকিৎসক ও নার্স দিয়ে এতো রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। তবে নতুন ভবনটি চালু হলে অন্তত শয্যা সংকটটি দুর হবে। তাই ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন ভবনটি চালু করা হচ্ছে। ভবিষ্যতে জনবল ও আসভাবপত্র সংকটও দুর হবে বলে আশা করেন তিনি।
স্কুল মাদ্রাসা ক্রিকেটে বরিশাল বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
ভোলা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মাসুদ জমিনে মুক্তি
বোরহানউদ্দিনে অটোরিকশা চাপায় শিশু নিহত
তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
ভোলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু
প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে ১,৩১৬.৯৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন
বিএনপির আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে : ওবায়দুল কাদের
আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী
ভোলায় কয়েক গুণ বেড়েছে শুটকির বাজার
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত