বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১১:২৭
৮৪৮
কাতারে ফুটবল বিশ্বকাপ নিয়ে এখনও পশ্চিমাদের সমালোচনার শেষ নেই। মুসলিম প্রধান দেশ, মরুভূমি, অতিরিক্ত গরম এমন সব অভিযোগে মধ্যপ্রাচ্যের ধনকুব দেশটিকে কখনোই এগিয়ে রাখেনি ইউরোপীয়রা। তবে ২০২২ আসরের আয়োজকদের নতুন প্রধান নির্বাহী নাসের আল খাত্তার জানিয়ে দিলেন, বিনোদন ও আতিথেয়তায় কাতার বিশ্বকাপ ছাপিয়ে যাবে পূর্বের সবকিছুকে। হবে অবিস্মরণীয়।
সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত নাসের প্রতিশ্রুতি দেন, দূর দুরান্ত থেকে খেলা দেখতে আসা সমর্থকরা এই দেশে ভিন্নরকম কিছুর অভিজ্ঞতা নেবে। যা হবে অসাধারণ। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, ডেলিভারি ও লিগেসির (এসসি) জন্য সুপ্রিম কমিটি ও বিশ্বকাপের আয়োজক কমিটি ভক্ত-সমর্থকদের জন্য উপভোগ করার মতো প্রচুর আয়োজন করছে।
নাসের বলেন, ‘সুপ্রিম কমিটি ও স্টেকহোল্ডাররা সমর্থকদের বিশেষ সুবিধে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। নিঃসন্দেহে এখানকার বিনোদন, আতিথেয়তা ও খাবারের মান অসাধারণ হবে।’
‘মরুভূমিতে সমর্থকদের বিশেষ মনোযোগ আনতে আমরা পুরো আসরেই ভিন্ন কিছুর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের উপভোগের জন্য অতুলনীয় কিছু করা হচ্ছে।’
এদিকে কাতারের মতো মুসলিম প্রধান দেশে ‘অ্যালকোহল’ (মদ) কেনা ও খরচের ওপর বেশ সীমাবদ্ধতা রয়েছে। এ নিয়ে ২০২২ বিশ্বকাপের জন্য অনেক মানুষই চিন্তায় রয়েছেন। তবে খাত্তার এমন বিষয় নিয়ে সমর্থকদের আশ্বস্ত করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ভক্তরা সকল ধরনের সুবিধাই পাবেন।
তিনি বলেন, ‘অ্যালকোহলের বিষয়টি যখন সামনে আসে, তখন গণমাধ্যম সবসময়ই এটি নিয়ে মাথাচাড়া দিয়ে বসে। হ্যাঁ, কাতার সবসময়ই একটি রক্ষণশীল দেশের তালিকায় পড়ে। তবে আমাদের ডিএনএতে আতিথেয়তার বিষয়টি রয়েছে। আমরা নিশ্চিত করতে পারি মানুষ এখানে ভ্রমণে এসে সেরা সুবিধাটাই পাবে।’
‘আমরা জানি কিছু মানুষের সংস্কৃতির সঙ্গে অ্যালকোহল পান করাটা মিশে আছে। এটি কাতারে বৈধ। তবে অন্য দেশগুলো থেকে এটির এখানে বেশ সীমাবদ্ধতা রয়েছে। তবে এটি এখানে পাওয়া যাবে। বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট স্থানে ভক্তরা এটি পান করতে পারবে।’
এদিকে গুঞ্জন ছড়াচ্ছে কাতার বিশ্বকাপ থেকেই ৩২ দল থেকে ৪৮টি দল অংশগ্রহণ করবে। তবে আল খাত্তার জানান, এখন পর্যন্ত আয়োজক কমিটির সঙ্গে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানিয়ে দেন, আমরা ৩২ দলের ব্যাপারেই এগিয়ে যাচ্ছি।
২০২২ সালের ২১ নভেম্বর থেকে ২২তম বিশ্বকাপ আসর বসবে কাতারে। যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। মোট ১২টি ভেন্যুতে আসরটি সম্পন্ন হবে।
ভোলা জেলা জিয়া পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক মিলন ও ইয়ামিন বহিস্কার
ভোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্ণামেন্ট শুরু
ভোলার বিসিকে নকল চিপস কারখানার সন্ধান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান: জরিমানা আদায়
ভোলায় মেঘনা নদীর ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
আওয়ামীলীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে: হাফিজ ইব্রাহিম
লালমোহনে পৌর করমেলার উদ্বোধন
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন : খন্দকার মোশাররফ
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত