অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০১৯ দুপুর ০২:৩১

remove_red_eye

২৩৫৮

ইসতিয়াক আহমেদ \ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দিবা শাখায় নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণীতে আফিফা মোস্তারি ও জান্নাতুল ফেরদাউস ফিফা ৭ম শ্রেণীতে বিবি আচিয়া চাঁদনী ও আফিফা বিনতে তোফাজ্জল ৮ম শ্রেণীতে মাহিমা আক্তার অহনা ৯ম শ্রেণীতে তাসনিম আজিজ রিমি ১০ম শ্রেণীতে সুজানা করিম ঐশী ও সুমাইয়া নির্বাচিত হয়েছেন।
অপরদিকে প্রভাতি শাখায় ৬ষ্ঠ শ্রেণীতে বিবি মরিয়ম মিহা ও ফাহমিদা রহমান লিছা ৭ম শ্রেণীতে সায়মা কবির আনিকা ফাতেমা জায়েদ রিসমি ৮ম শ্রেণীতে মাহিয়া সিকদার মীম ৯ম শ্রেণীতে নাবিলা নূর ১০ম শ্রেণীতে উম্মে হাবিবা নিশাত ও লুবাবা খান ছাই নির্বাচিত হয়েছেন।
ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম জানান, এ নির্বাচনে স্টুডেন্টরাই নিবাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সকল দায়িত্ব ছাত্রীরা পালন করেছে। শিক্ষরা ছাত্রীদের সার্বিক সহযোগীতা প্রদান করেছেন।
নির্বাচনে ভোলা সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতি শাখায় ১৫ জন ও দিবা শাখায় ১৬ জন ছাত্রী প্রতিদ্ব›দ্বীতা করে। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ১১০২ জন ছাত্রী ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।