অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে হিন্দু সম্পত্তি দখল করে বিক্রির অভিযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৪

remove_red_eye

২৫১

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে হিন্দুদের সম্পত্তি জবর দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে দলিল দিতে না পেরে দখল দেয়া পরিবারকে তাড়াতে রাতের আঁধারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামে বসত বাড়ির এই জমির বিরোধ নিয়ে শনিবার রাতে প্রতিপক্ষ মিজানের বসত ঘরে ঢুকে গৃহকর্তা মিজান এবং তার স্ত্রী কহিনুর বেগমকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে প্রতিবেশী তরিকুল ইসলাম এবং তার ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় গৃহকর্তা মিজান বাদী হয়ে প্রতিবেশী তরিকুল ইসলাম ও জহিরুল ইসলামকে বিবাদী করে গতকাল রবিবার চরফ্যাশন থানায় মামলার এজাহার দাখিল করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার এবং গৃহকর্তার ভাষ্যমতে, অভিযুক্তদের নিকট থেকে মিজান ১২শতাংশ জমির নির্ধারিত মূল্য পরিশোধ করে বসত ঘর উত্তোলন পূর্বক বসবাস করছেন। কিন্তু অভিযুক্তরা জমির দলিল দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। দলিল না দেয়ার  বিষয়টি স্থানীয়দের জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ভুক্তভোগীদের বসতঘরে  ঢুকে মিজান এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। এসময় তারা গৃহকর্তা মিজানের স্ত্রীর গলার চেইন এবং নগদ সাতান্ন হাজার টাকা নিয়ে গেছে বলেও এজাহারে দাবী করেছে। একাধিক এলাকাবাসী ও ওই জমির খতিয়ান সূত্রে জানা গেছে,অভিযুক্তরা হিন্দুদের জমিজমা জবর দখল করে তা চাচা কামাল গোলদারের জমি দাবি করে নদী ভাঙনের শিকার অসহায় মিজানের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে দলিল দিতে না পারায় দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। আর এ বিবাদকে ঘিরে পরিকল্পিতভাবে ওই জমি থেকে মিজানকে তাড়ানোর জন্য তরিকুল ও জহিরুল হামলা চালায় বলে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সাথে আমাদের  কোন বিরোধ নাই, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। কে বা কাহারা তাদেরকে পিটিয়েছে তা আমি জানিনা।
তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার এসআই রাসেল বলেন, এজাহারটি তদন্তনাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।