অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৬

remove_red_eye

২৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় সরকারি কর্মকর্তা , কর্মচারী ও তাদের ছেলে মেয়েদের সমন্বয় জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে সরকারি কর্মকর্তা , কর্মচারী ও তাদের ছেলে মেয়েরা অংশ নেয়। পরে বিকালে বিজীয়দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।





আরও...