অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪৯

remove_red_eye

৩২২

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চরফ্যাশন উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার হোটেল মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র এম মোরশেদ, বিশেষ অতিথি ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষি, ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পাদক হাফিজুর রহমান। সমিতির সভাপতি আবুল কাওসার বাচ্চুর সভাপতিত্বে কাউন্সিলর গিয়াস উদ্দিন,বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন মনিরসহ বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাজারে ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ফার্মেসীতে রেজিস্ট্রার্ড চিকিৎসকের অনুমতি ছাড়া এন্টিবায়োটিক ওষুধ  বিক্রি না করার জন্য বক্তরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।