অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাসনের নব নির্বচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

২৫৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নের নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সায়েদুর রহমান মিঠু ও নীলকমল ইউনিয়ন নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন। বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুর ১২টার দিকে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী নব নির্বাচিত এ তিন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌছে দেয়ার পাশাপাশি মাদক, বাল্যাবিবাহ ও পারিবারিক কলহ বন্ধে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমএ) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
 





আরও...