অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে কম্বল পেয়ে খুশি মেঘনা পাড়ের ৪ হাজার শীতার্ত মানুষ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৬

remove_red_eye

২৯৯



এম, নুরুন্নবী, তজুমদ্দিন : শীতের তীব্রতা যেন পেয়ে বসেছে মেঘনা উপকুলের শতশত মানুষকে। কনকনে ঠান্ডার সাথে উত্তরের হিমালয়ের পিনপিনে বাতাস যেন হাড় কাপিয়ে যাচ্ছে নিম্নশ্রেণী পেশার মানুষদের। গত দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও ঠাÐার দাপটে বিপাকে পড়েছেন এখানকার মেঘনা পাড়ের দরিদ্র মানুষগুলো। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। ১০ জানুয়ারী ভোর থেকে উপজেলার চাচড়া, শম্ভুপুর ইউপি কার্যালয়, আড়ালিয়া, ঘোষের হাওলা, সোনাপুর ইউপি কার্যালয় ও বাদলীপুরসহ অন্তত ১০-১২ টি গ্রামে নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের নিজস্ব অর্থায়নে আড়াই হাজার ও সরকারি ১৫শ কম্বল  বিতরণ করেন সাংসদ শাওন।
এমপি শাওনের দেওয়া কম্বল পেয়ে প্রচÐ শীতের কষ্টে কাতর রেনু বেগমের মুখে অকৃত্রিম হাসি ফুটেছে। তজুমদ্দিন  উপজেলার মাহারকান্দি এলাকার বৃদ্ধ এ নারী গত কয়েক দিনে শীতে বেশ কষ্টে দিন যাপন করছিলেন। অভাবের কারণে তার  কম্বল কেনা সম্ভব হচ্ছিল না। সেখানে নতুন কম্বল হাতে পেলে তার খুশি দেখে কে? এমন খুশি রাবেয়া, মীরা ও ফাতেমা আক্তারেরও। কম্বল পেয়ে তারা বলেন, "আমাদের মেঘনা পাড়ের মানুষদের শীতের কষ্ট কেউ না বুজলেও আমাগো এমপি সাব ঠিকই বুজতে পারছেন"।
লামছি শম্ভুপুর  এলাকার স্বামী পরিত্যক্তা  রাবেয়া বেগম বলেন, "ছোট বাচ্চা ও মাকে নিয়ে অভাবের তাড়নায় দুই বেলা খাবার জুটাতেই কষ্ট হয়, সেখানে আবার শীতের কাপড় কিনব কি করে? তাই ঠাÐার ভয়ে বিকেল হলেই ঘরে দরজা দিয়া থাকি। দম ফেলতে পারিনি। কম্বলডা পাইয়া এখন কিছুডা চিন্তামুক্ত হলাম।"
মঙ্গলবার সকালে তজুমদ্দিন  উপজেলার চাঁচড়া, চাঁদপুর, সোনাপুর ও শম্ভুপুর ইউনিয়নের অন্তত ১০-১২ স্থানে কম্বল নিতে আসা অনেক শীতার্তরা এভাবেই তাদের খুশির বর্ণনা দেন।
শম্ভুপুর ইউনিয়নে কম্বল বিতরণ কালে এমপি শাওন বলেন, "আমি আপনাদের  সন্তান। এই শীতে  আপনাদের যাতে অমানবিক কষ্ট করতে না হয় সেদিকে খেয়াল রেখে, এ মেঘনা পাড়ের সাধারণ মানুষের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে  এসেছি।"
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,  সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শীলা, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, আবু তাহের মিয়া, মেহেদী হাসান মিশু, রাসেল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া প্রমূখ।