অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

৩৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক কালের কণ্ঠের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব হল রুমে শুভ সংঘ ভোলা জেলা শাখার অর্থ সম্পাদক মো. ইসমাইলের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে উপস্থিত অতিথিরা কেক কেটে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
শুভ সংঘ ভোলা জেলার শাখার সভাপতি অমিতাব রাজনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব নবাগত সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলী সুজা, প্রেসক্লাবের নবাগত সাধারণ সম্পাদক অমিতাভ অপু, ভোলা সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. জহিরুল ইসলাম।
চ্যানেল-২৪ এর ভোলা প্রতিনিধি ও যুব সংগঠক আদিল হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি ইকরামুল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি মো. কামাল উদ্দিন সুলতান, জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি হাসিব রহমান, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন,প্রথমআলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, যুগান্তর ও জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশরূপান্তর ও বৈশাখী টিভির প্রতিনিধি হোসাইন সাদী, একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, সাংবাদিক সোলায়মান, ডিবিসি টিভির প্রতিনিধি অচিন্ত মজুমদার, যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক আজকের ভোলার সহ-সম্পাদক এম শাহরিয়ার জিলন, এখন টিভির প্রতিনিধি মো. ইমতিয়াজুর রহমান, শুভ সংঘ ভোলা জেলার বন্ধু জালার আকবরী শিবলী, মো. নাহিদ, মো. ইসমাইল, অনিন্দ দে, পিয়াল ঘোষ, জহিরুল ইসলাম, ফজলে আলম কিছলু, আশরাফুল ইসলাম শান্ত, সাইফুল ইসলাম শুভ, মো. ইকবাল, নিশান্ত দে প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা কালের কণ্ঠকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কালের কণ্ঠ একটি বিশেষ দিনে এদেশে যাত্রা শুরু করে। যে দিনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশে পদার্পন করেছিলেন। শুরু থেকেই মুক্তিযদ্ধের চেতনা ধারণ করে পত্রিকাটি ১৩টি বছর অতিক্রম করে পাঠকের মনে যায়গা করে নিয়েছে। এমনকি বিগত ১৩টি বছরে ‘আংশিক নয় পুরোপুরি সত্য’ এ ¯েøাগানের শতভাগ বাস্তাবায়ন করেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সামনের দিকে আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।  





আরও...