বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০১৯ সকাল ০৬:১০
৭২৩
জুয়েল সাহা \ ‘‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’’ এ শ্লো-গানের ভোলায় নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশসনের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবির, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শহরের বাংলা স্কুলে চিত্রাংকন, বক্তৃতা, গল্প বলা, রচনা প্রতিযোগিতা, নাটক, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর জীবন ও মাহান মুক্তিযোদ্ধভিত্তিক পুস্তক প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, সকল মসজিদের ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহ্ফিল, দোয়া, বিশেষ প্রার্থনা ও গজনবী স্টেডিয়ামে ভলিবল, হ্যান্ডবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরনীসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ, লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, কৃষি কর্মকর্তা এসএম শাহাবুদ্দিন, লালমোহন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ। মনপুরা প্রতিনিধি জানান, মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ’লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। আনুষ্ঠানিকভাবে জাতীয পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ,কেককাটা,আনন্দ র্যালী ,আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার,মনপুরা সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মাহমুদুর রশিদ,মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর,প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ শহিদ ফরাজী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী। এই সময় উপজেলা প্রশাসনের দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,সাংবাদিক,রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ,প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে কেক কাটার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালন করেন। কেককাটা শেষে উপজেলা আ’লীগ দলীয় কার্যায়য়ের সামনে থেকে বণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,সাধারন সম্পাদক একেএম শাহজাহান,সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক,শিপন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল,প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ নানা রকম কর্মসূচি পালন করে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা থেকে বের হয়ে মুক্তিযোদ্ধ কার্যালয়ের কাছে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন। এর মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলিয় আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, নির্বাচীত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কায়কোবাদ মিয়া, দেউলা ইউনিয়নের সভাপতি শাহাজাদা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক দিন ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দিন খাঁন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাঈল খাঁন, স্বেচ্ছাসেবক লীগের আহব্বয়ক মো: আলী হীরা, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক পলাশ বিশ্বাস প্রমুখ।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত