অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে  ভোলায় চিত্রাংকন প্রতিযোগিতা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:১৭

remove_red_eye

২৩৩

হাসনাইন আহমেদ মুন্না:  ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শিশু একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মাদব চন্দ্র দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন।
পরে জাতির পিতার উপর বিশেষ এই চিত্রাংকণ প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে বিজয়ী তিন জন করে মোট নয় জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।





আরও...