অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বঙ্গবন্ধুর আদর্শ ও আত্মত্যাগ সঞ্চারিত করতে হবে: জ্যাকব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০১৯ সকাল ০৬:১৪

remove_red_eye

৮৬৬

এম আবু সিদ্দিক, চরফ্যাশন \ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সঞ্চারিত করার জন্য দেশ প্রেমিক বঙ্গবন্ধুকে চিরঞ্জিব রাখার জন্য কাজ করতে হবে।
জ্যাকব গতকাল শনিবার ভোলার চরফ্যাশনে শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক ও দেশ প্রেমের মূর্ত প্রতীক। তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষনে মুক্তিকামী কোটে কোটি বাঙ্গালী উজ্জিবিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। তিনি সারা জীবন সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। সন্ত্রাস জঙ্গী দমনে বাংলাদেশ বিশ্বের কাছে একটি রোল মডেল।
এর আগে জ্যাকব চরফ্যাশন সরকারী কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রতিস্থাপনের শুভ উদ্বোধন করেন।