অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায়  অটো চালক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৪

remove_red_eye

২৩৪

 মোঃ ইসমাইল: ভোলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিম নামের এক অটো চালক নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে ৩ টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া অঞ্চলিক সড়কের জেবল চেয়ারম্যান বাড়ি সংলগ্নে এ দুর্ঘটনার ঘটে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ( এসআই) মো. মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেলিম ভেলুমিয়া ৬ নম্বর ওয়ার্ডের চর গাজী গ্রামের বাসিন্দা।  তাৎক্ষণিকভাবে আহত যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার বিকেলে ৩ টার দিকে ঘাতক ট্রলিটি ভোলা থেকে চাল বোঝাই করে ভেলুমিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জেবল চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অটোরিকশা সাথে সংঘর্ষে ঘটনাস্থালেই অটো চালক সেলিমের মৃত্যু হয়। এতে অজ্ঞাত এক যাত্রী আহত হন। পরে ট্রলির চালাক পালিয়ে যায়।
এ বিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, ঘটনাটির বিষয় অবগত হয়েছি। তবে নিহতের পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই নিহতকে তাঁর পরিবার এর নিকট হস্তান্তর করা হয়েছে।





আরও...