অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ফাতেমা খানম কলেজে বঙ্গবন্ধুর জন্মোৎসব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০১৯ সকাল ০৬:১৫

remove_red_eye

৫৪৮

বিশেষ প্রতিনিধি \ ভোলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে গতকাল রোববার উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মোৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সফিকুল ইসলাম, কলেজ গভর্নিং বাডির সদস্য দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামাল হোসেন, উপাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাশার, কবি হাওরাদার মাকসুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য ইউএনও মোঃ কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের এক জন। তার ন্যয় নীতি আর্দশ আর নেতৃত্ব একন বিশ্বে গবেষনার বিষয় হয়ে ওঠেছে। তাই বঙ্গবন্ধুর জীবনী আমাদের পড়তে হবে, জানতে হবে। ধারন করতে হবে।