অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব  গেমসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২৬

remove_red_eye

২৫১

হাসনাইন আহমেদ মুন্না: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন’র ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আজ শুক্রবার জেলায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর উপজেলা, রানাসআপ লালমোহন উপজেলা। ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন লালমোহন, রানাসআপ বোরহানউদ্দিন উপজেলা। ৪০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাসআপ বোরহানউদ্দিন। ৮০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাসআপ লালমোহন উপজেলা। ১৫০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন উপজেলা। ১৬০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাস আপ বোরহানউদ্দিন উপজেলা।একইভাবে তরুণীদের মধ্যে ১০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ বোরহানউদ্দিন। ২০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন। ৪০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ ভোলা সদর। ৮০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন। ১৫০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ ভোলা সদর ও ১৬০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, বোরহানউদ্দিন উপজেলা রানার আপ।
এছাড়া উচ্চলাফে (তরুণী) চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর, রানার আপ হয়েছে ভোলা সদর। তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর ও রানার আপ হয়েছে বোরহানউদ্দিন উপজেলা। লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর ও রানার আপ হয়েছে ভোলা সদর। তরুণীদের মধ্যে ভোলা সদর চ্যাম্পিয়ন হয়েছে ও রানার আপ হয়েছে লালমোহন উপজেলা।
এসময় জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক লিপি খানম, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়সাল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এই গেমস’র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

 





আরও...